Viral

Viral Video: রাজ্যের লোকাল ট্রেনে এ কি অবস্থা, ভাইরাল ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন

Google News

Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। কর্মব্যস্ত জীবনের মাঝে অবসরযাপনের জন্য এখন মানুষ পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য, ভিডিও বা ছবি পোস্ট করেন ব্যবহারকারী। যার কারণে খুব সহজেই পৃথিবীর কোন প্রান্তে কী ঘটছে তা সহজেই ঘরে বসে অবগত হন সকলে। তেমনই নিত্যদিনের ব্যবহারে এমন কিছু ভিডিও মানুষের সামনে আসে যা দেখে বিস্মিত হন নেটিজেনরা। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যা দেখে অবাক হওয়ায় পাশাপাশি শিহরিত হয়েছেন নেটবাসী।

আরও পড়ুন: Weather Update: সরস্বতী পূজার দিন দিনভর বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি সতর্কতা

এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এখনও মানুষ লোকাল ট্রেনের উপরই ভরসা রাখেন। এটি স্থানীয় মানুষদের লাইফ লাইন হিসাবে বিবেচিত হয়। প্রতিদিন লক্ষ্য লক্ষ্য মানুষ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন লোকাল ট্রেনের মাধ্যমে। মাঝেমধ্যেই লোকাল ট্রেনের বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এইবার লোকাল ট্রেনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে লোকাল ট্রেনে যাতায়াত করছেন। যাত্রীরা শুধুমাত্র ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাই নয় লোকো পাইলটের সামনে রীতিমতো ঝুলছেন তারা। জানা গিয়েছে ভিডিওটি পশ্চিমবঙ্গ রাজ্যের।

ভিডিওটিতে দেখা গিয়েছে, ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে এবং লোকালের দরজায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন অনেক লোক। এমনকি মানুষ লোকো পাইলটের কেবিনের ভিতরে, কেবিনের বাইরেও ঝুলছে। এমনকি লোকালের সামনের জায়গাতেও দাঁড়িয়ে রয়েছেন কিছু লোক। নিজেদের জীবন বিপন্ন করার সঙ্গে সঙ্গে অন্যকেও বিপদের মুখে ফেলে দিচ্ছেন তারা। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

এই ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারী ভারতের রেল মন্ত্রকের কাছে অবিলম্বে নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ ভিডিওটিতে ট্যাগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। অনেকেই এমন ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি বেঁচে আছেন এটাই বড় কথা।’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘যমরাজ নিশ্চয়ই এই সময়ে অযোধ্যায় ছিলেন, সে কারণেই তার জীবন রক্ষা পেয়েছে।’


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button