Informative

Free LPG Gas: বিনামূল্যে রান্নার গ্যাস দেবেন কেন্দ্রীয় সরকার, এই কার্ড থাকলেই কাফি

Google News

Free LPG Gas: সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কমানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। কমেছে পেট্রোল ডিজেলের দামও।

আরও পড়ুন: Govt Job Vacancies: একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের, বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিলাপ চলছে?

নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সঙ্গে সঙ্গে উজ্জ্বলা প্রকল্পের ভর্তুকি আরও বৃদ্ধির কথাও ঘোষণা করেছিলেন। আরও এক বছর উজ্জ্বলা প্রকল্পের (Free LPG Gas) ৩০০ টাকা করে মহিলারা পাবেন এমনটাই বলেছিলেন তিনি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Viral Video: চকোলেট আইসক্রিম দিয়ে চুলে রং করলেন যুবতী, পয়সা বাঁচাতে আপনিও শিখে নিন এই ট্রিক

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর শুরু করেছিলেন এই প্রকল্প। তারপর থেকে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষের বহু মানুষ উপকৃত হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্প নিয়ে অনেকেই ওয়কিবহল নন।

কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে?

এই প্রকল্পে আবেদন করতে হলে সবার প্রথম ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর সেখান থেকে নির্বাচন করে নিতে হবে নিজের গ্যাস ডিস্ট্রিবিউটরের নাম। প্রয়োজনীয় সমস্ত নথি সাবমিট করলে রিভিউ করা হবে সমস্ত কিছু। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলেই এই প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই হতে হবে ভারতবর্ষের স্থায়ী নাগরিক (Free LPG Gas)। পিছিয়ে পড়া শ্রেণী থেকে যারা রয়েছেন শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

যেসব মহিলাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে তারা এই প্রকল্পের আওতায় আসবেন। বছরে পাবেন মোট তিনটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কী কী কার্ড থাকা বাঞ্ছনীয়?

  • আধার কার্ড
  • রেশন কার্ড

এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি কী দরকার?

  • পাসপোর্ট সাইজের ছবি
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • রেশন কার্ড
  • আধার কার্ড
  • জন্মের প্রমাণপত্র
  • মোবাইল নম্বর

শর্তাবলী

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী আরোপ করা হয়েছে (Free LPG Gas)। যেমন বাড়ির মধ্যে আগে থেকে কোনওরকম গ্যাস সিলিন্ডার থাকা যাবে না আবেদনকারীর।

আরও পড়ুন: Viral Video: চকোলেট আইসক্রিম দিয়ে চুলে রং করলেন যুবতী, পয়সা বাঁচাতে আপনিও শিখে নিন এই ট্রিক

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button