Informative

Ishan Uday Scholarship: প্রতি মাসে পাবেন প্রায় ৮০০০ টাকা! সুযোগ পেতে শীঘ্রই আবেদন করুন

Google News

Ishan Uday Scholarship: উচ্চশিক্ষা নিয়ে রইল না কোনো চিন্তা! এই স্কলারশিপে মাসিক ৭,৮০০ টাকা পাবেন পড়ুয়ারা, জানুন আবেদন পদ্ধতি

 

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

Ishan Uday Scholarship

শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপ চালু করা হয়েছে। যার দ্বারা উপকৃত হয়েছেন ছাত্র ছাত্রীরা। দেশে এমন অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র পয়সার অভাবে উচ্চশিক্ষা করতে পারেনা। এইসব শিক্ষার্থীদের ভরসা জোগায় এই স্কলারশিপগুলি। সম্প্রতি তেমনই একটি স্কলারশিপ লঞ্চ করা হয়েছে। যার নাম Ishan Uday Scholarship স্কিম। আজকের প্রতিবেদনে জেনে নিন কীভাবে এই স্কলারশিপ প্রকল্পে আবেদন করবেন! কারা কারাই বা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত।

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসি পরিচালিত একটি জনপ্রিয় স্কলারশিপ স্কিম হল Ishan Uday Scholarship। এই স্কলারশিপ প্রকল্পে দেশের সকল দেশের পড়ুয়ারা আবেদন করতে পারবেন তবে এটি মূলত মেধার উপর ভিত্তি করেই প্রদান করা হয় থাকে। প্রতি বছর প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রী ‘ঈশান উদয় স্কলারশিপ স্কিমের দ্বারা উপকৃত হন।

কীভাবে এই স্কিমে আবেদন করবেন (Ishan Uday Scholarship)?

এই স্কিমে আবেদন করতে পড়ুয়াদের প্রথমেই এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফোন নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে। এরপর নম্বরে আসা ওটিপিটি লিখতে হবে হোমস্ক্রিনের নির্দিষ্ট জায়গায়। এরপর নিজের ফোন নম্বরযুক্ত আধার কার্ড নম্বর লিখে যথাযথ পদ্ধতিতে ভেরিফাই করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে লগ ইন করে নিজের যাবতীয় ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার কলমগুলি পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জমা করে পুনরায় অ্যাপ্লিকেশনটি চেক করে সাবমিট করে দিতে হবে।

কারা এই স্কিমে আবেদন করতে পারবেন?

বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিকেল, প্যারামেডিকেল ডিগ্রী, সাধারণ ডিগ্রি, প্রযুক্তিগত এবং পেশাদার ডিগ্রী প্রোগ্রামগুলিতে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ স্কিমে আবেদন জানাতে পারবেন।

আবেদনকারীদের অবশ্যই উত্তর-পূর্ব অঞ্চলের অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।

এছাড়াও পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার নিচে থাকতে হবে। আবেদন জানাতে পড়ুয়াদের কারিগরি বা পেশাদার স্তর অথবা স্নাতক স্তরে পাঠরত হতে হবে।

এই স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

এই স্কিমে প্রত্যেক বছর পড়ুয়ারা ১০০০০ টাকা অর্থ সাহায্য পেয়ে থাকেন। সাধারণত কিস্তিতে এই কোর্সের টাকা পাঠানো হয় পড়ুয়ার কাছে। মূলত যে কোর্সে পড়ুয়া পাঠরত সেই কোর্স অনুযায়ী মাসিক টাকা প্রদান করা হয়।

যে সমস্ত পড়ুয়া সাধারণ স্নাতক এবং স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তারা স্কলারশিপের মাধ্যমে মাসিক পাঁচ হাজার চারশো টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পেশাদারী স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা পেয়ে থাকেন মাসিক ৭৮০০ টাকা। এই স্কলারশিপের টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট-এ পাঠিয়ে দেওয়া হয়।

কত তারিখ অবধি আবেদন করতে পারবেন?

এই স্কিমে আবেদন করতে পড়ুয়াদের অবশ্যই ৩১শে ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্মালিটিজ পূরণ করতে হবে। স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত ও তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

আরও পড়ুন:Tiger Majestic Jump Video: এক নিঃশ্বাসে ২০ ফুট লাফিয়ে খাল পেরিয়ে গেল বাঘ! প্রকাশ্যে ম্যাজিক্যাল ভিডিয়ো

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?