Entertainment

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ডোনা গাঙ্গুলির নাচ মুগ্ধ করবে আপনাকেও

স্বামী খ্যাতির চূড়ায় থাকলেও নিজের পরিচয় তিনি নিজেই গড়ে তুলেছেন। হয়ে উঠেছে নৃত্যজগতের এক অন্যতম পরিচিত মুখ ও জনপ্রিয় শিল্পী। বলা হচ্ছে শিল্পী ডোনা গাঙ্গুলীর কথা।

Google News

স্বামী খ্যাতির চূড়ায় থাকলেও নিজের পরিচয় তিনি নিজেই গড়ে তুলেছেন। হয়ে উঠেছে নৃত্যজগতের এক অন্যতম পরিচিত মুখ ও জনপ্রিয় শিল্পী। বলা হচ্ছে শিল্পী ডোনা গাঙ্গুলীর কথা। যার আরেকটি পরিচয় সৌরভ গাঙ্গুলীর ঘরণী ও সানার মা।

তবে সংসার থাকলেও, স্বামী খ্যাতির চূড়ায় থাকলেও বরাবরই নিজের স্বত্ত্বাকে হারিয়ে যেতে দেননি তিনি। নিজের ভালোবাসার শিল্পকে শত ব্যস্ততার মধ্যেও পরিচয় দিয়েছেন। দীর্ঘ 2 দশক ধরে নিজের স্কুল দীক্ষামঞ্জরীতে শেখাচ্ছেন নাচ। সম্প্রতি সেখান থেকেই তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ সরাতে পারছে না দর্শকরা।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

গতবছরের শেষেই ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। তার সঙ্গেই পারফর্ম করেছিলেন ‘দীক্ষামঞ্জরী’-এর ছাত্রছাত্রীরা। তবে কেবল দেশের মাটিতে নয়, প্রশংসা কুড়িয়েছেন বিদেশের মাটিতেও।

সম্প্রতি Dada Lover’s নামক পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সংগীতের তালে অসাধারণ নৃত্য পরিবেশন করছেন ডোনা গাঙ্গুলি। কোন অতিরঞ্জিত পোশাক নয় একেবারে সাদামাটা বেশভূষায় একরাশ মুগ্ধতা সৃষ্টি করেছেন তিনি। তার নাচ দেখলেই বোঝা যায় তার মধ্যে কোন জড়তা নেই। রয়েছে আত্মবিশ্বাস। প্রতিটি ছন্দে গানের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করেছেন তিনি। যা দেখে চোখ সরাতে পারবেন না আপনিও।

প্রসঙ্গত অনেকেই চান তার মতো নৃত্য শিল্পীর কাছে নিজের সন্তানদের তালিম নেওয়াতে। অনেকেই জানিনা অফলাইন এবং অনলাইন নাচ শেখানোর ব্যবস্থা রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রতিষ্ঠানে। দীক্ষামঞ্জরীর সাথে দীর্ঘদিন যুক্ত রঘুনাথ দাস জানিয়েছেন বেহালায় প্রতিষ্ঠানের অফিস রয়েছে। সেখানে গেলে ভর্তির প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়। মাসের প্রথম দিকেই ভর্তির প্রক্রিয়া চলে। যে কোন মাসের প্রথম সপ্তাহে নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হয়। অনেক ধরনের ব্যাচ রয়েছে তার নৃত্য প্রতিষ্ঠানে‌।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button