News

BSF Recruitment 2024: বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ, ইঞ্জিনিয়ারিং পাসেই আবেদন

BSF Recruitment 2024: ভারতের আধা সামরিক বাহিনীর এক অংশ যার প্রাথমিক দায়িত্ব ভারতের আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া ও আন্তর্দেশীয় অপরাধ প্রতিহত করা।

Google News

BSF Recruitment 2024: ভারতের আধা সামরিক বাহিনীর এক অংশ যার প্রাথমিক দায়িত্ব ভারতের আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া ও আন্তর্দেশীয় অপরাধ প্রতিহত করা। বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ BSF এর কথা। যারা এরকম দেশের সেবায় নিয়োজিত হতে চান এবার তাদের জন্যই দারুন সুযোগ উপস্থিত হয়েছে।

দেশের জন্য কাজ করা কি আপনার স্বপ্ন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার সেই স্বপ্ন সত্যি করার সুযোগ সামনে উপস্থিত হয়েছে। সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এয়ার উইং (ইঞ্জিনিয়ার এবং লজিস্টিক অফিসার) গ্রুপে যুদ্ধের বারোটি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকেআবেদন আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য পদ গুলি ডেপুটেশনের ভিত্তিতে পূরণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফলাইন মোডে আবেদন করতে পারেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

BSF Recruitment 2024:

পদের নাম-chief Engineer
Senior Aircraft Maintenance Engineer & Assistant Commandant (Longistic) at the Border Security Force(BSF)

শূন্যপদ –
Deputy Chief Engineer -3
Senior Aircraft Maintenance Engineer -7
Assistant Commandant -2

শিক্ষাগত যোগ্যতা –
Deputy Chief Engineer -এই পদে আবেদনের জন্যMechanical বা Avionicsএ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী থাকতে হবে।

Senior Aircraft Maintenance Engineer –

পদে আবেদনের জন্যMechanical বা Avionicsএ ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী থাকতে হবে।

Assistant Commandant – যেকোনো Discipline এ ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা –

Deputy Chief Engineer -বয়সের সর্বোচ্চ সীমা ৫২ বছর।
Senior Aircraft Maintenance Engineer – প্রাতি সর্বোচ্চ বয়স হতে পারে ৫০ বছর
Assistant Commandant -প্রার্থী সর্বোচ্চ বয়স হতে পারে ৩৫ বছর।

BSF Recruitment 2024: নির্বাচন প্রক্রিয়া

এই পদে নির্বাচন প্রক্রিয়ার বেশ কয়েকটি ধাপ রয়েছে। যোগ্য প্রার্থীদের প্রথম একটি লিখিত পরীক্ষা দিতে হবে এরপর থাকবে শারীরিক যোগ্যতা ও মেডিক্যাল পরীক্ষা। এই ধাপ গুলি পাস করলে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সেখান থেকেই বাছাই করে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন প্রক্রিয়া –

যারা যারা এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের সম্পূর্ণ আবেদন, পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

ঠিকানা-

Office of DIG (Pers), FHQ BSF, Pors Dto, CGO Complex, Block 10, Lodhi Road, New Delhi- 110003.

আবেদন পাঠানোর শেষ তারিখ-৩১.১২.২০২৪
আবেদন প্রক্রিয়া সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ই ভিজিট করতে পারেন।

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button