News

Pariksha Pe Charcha 2024: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, মনের জোর বাড়াতে নিলেন বড় উদ্যোগ

পড়ুয়াদের উদ্দেশ্যে (Pariksha Pe Charcha 2024) সবার প্রথম যে বক্তব্যটি রেখেছেন প্রধানমন্ত্রী, তা হল, 'ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্‍সবের মেজাজে। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। জল যতই গভীর হোক না কেন, যে সাঁতার জানে সে পাড়ি দেবে। একইভাবে প্রশ্নপত্র যত কঠিনই হোক না কেন, ভালোভাবে অনুশীলন করলে ভালো পারফর্ম করবে। আপনার চারপাশে কে কি করছে সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন।

Google News

Pariksha Pe Charcha 2024: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! এরপরেই শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। এরই মধ্যে পরীক্ষার্থীদের মনে জোর দিতে প্রধানমন্ত্রীর অভিনব উদ্যোগ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী স্বয়ং পড়ুয়াদের উদ্দেশ্যে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছেন।

পড়ুয়াদের উদ্দেশ্যে (Pariksha Pe Charcha 2024) সবার প্রথম যে বক্তব্যটি রেখেছেন প্রধানমন্ত্রী, তা হল, ‘ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্‍সবের মেজাজে। আপনি যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। জল যতই গভীর হোক না কেন, যে সাঁতার জানে সে পাড়ি দেবে। একইভাবে প্রশ্নপত্র যত কঠিনই হোক না কেন, ভালোভাবে অনুশীলন করলে ভালো পারফর্ম করবে। আপনার চারপাশে কে কি করছে সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনার উপর আপনার ফোকাস রাখুন! আপনি কী, আপনি কী করেন, আপনি কী অনুশীলন করেন, সেটাই আপনার ভবিষ্যত নির্ধারণ করবে।”

আসন্ন পরীক্ষার জন্য মোদির আরও সংযোজন, ‘আপনারা এই প্রথম পরীক্ষায় বসছেন না। পরীক্ষা দিতে দিতে আপনারা এক্সাম-প্রুফ হয়ে গিয়েছেন। তাই টেনশন করবেন না। যেটুকু করবেন আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আমার বিশ্বাস আপনারা সকলে উত্‍সবের মেজাজে পরীক্ষা দিতে পারবেন।’

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

আরও পড়ুন: Sreela Majumdar: মৃত্যুর আগে ইউরোপ যেতে চেয়েছিলেন শ্রীলা! কেন, কে আছে সেখানে?

মোদিজি (Pariksha Pe Charcha 2024) আরও বলেন, ‘এটি পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ। এটি এমন একটি অনুষ্ঠান যার জন্য আমি সর্বদা অপেক্ষা করে থাকি। এটি আমাকে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয় এবং আমি তাঁদের পরীক্ষা সংক্রান্ত চাপ কমানোর চেষ্টা করি।’

Pariksha Pe Charcha 2024

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী জানিয়েছেন, “শুধু মোবাইল নয়, কোনো কিছুর আধিক্য… কারো কোনো উপকার করে না। সব কিছুর একটা মান থাকতে হবে, তার একটা ভিত্তি আছে। কোনও কিছু কতটা ব্যবহার করা উচিত সে সম্পর্কে বিচক্ষণতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রযুক্তি থেকে মুখ ফেরালে চলবে না, বরং এটিকে ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত।”

প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আমি সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা তাদের সন্তানদের মধ্যে প্রতিযোগিতার বীজ বপন করবেন না, বরং একে অপরের অনুপ্রেরণা হতে হবে।”


সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই ফলো করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button