News

Bank Holiday April: একটানা ১৪দিন ব্যাংক বন্ধ! বিপদে পড়ার আগে লিস্ট দেখুন

Bank Holiday April: ইতিমধ্যে পড়ে গেছে নতুন মাস। আর মাসের শুরুতেই কাজের মধ্যে যেটার প্রয়োজন পড়ে তা হল ব্যাংকে যাওয়া।

Google News

Bank Holiday April: ইতিমধ্যে পড়ে গেছে নতুন মাস। আর মাসের শুরুতেই কাজের মধ্যে যেটার প্রয়োজন পড়ে তা হল ব্যাংকে যাওয়া। টাকা তোলা থেকে শুরু মাসের শুরুতে আরো বিভিন্ন কাজ থাকে ব্যাঙ্কে। কিন্তু অনেক সময় দেখা যায় অন্যান্য কাজ ফেলে ব্যাঙ্কে গেলেন কিন্তু ব্যাঙ্ক বন্ধ! এমন হয়রানির যাতে না পড়তে হয় তার জন্য ব্যাংকের ছুটির তালিকা আগেই প্রকাশ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

মাস শুরু হওয়ার আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। এই মাসে মোট ১৪ দিন ছুটি থাকতে চলেছে ব্যাঙ্ক। তবে এই ১৪ দিন ছুটির সব রাজ্যের একই সময় হবে না। উইকেন্ড বা জাতীয় ছুটি বাদ দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে ছুটি থাকবে। তাই হয়রান না হতে চাইলে ব্যাঙ্কের এই ছুটির তালিকাটি দেখে নিন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

এমনিতে RBI এর তালিকা অনুযায়ী এপ্রিল মাসে দেশ জুড়ে মোট ১৪ দিন ছুটি থাকবে। এই আবহে এক নজরে দেখে নিন মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা।

আরও পড়ুন: Nachiketa Dhansiri: বাবার যোগ্য উত্তরসূরী, দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

Bank Holiday April: এই আবহে এপ্রিলে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

9th April, Tuesday: গুড়ি পাদওয়া/ উগাদি উৎসব/ তেলেগু নববর্ষ উপলক্ষ্যে দেশে অনেক রাজ্যে কোন ব্যাংকিং কার্যক্রম থাকবে না। এই তালিকায় থাকছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, হায়দ্রাবাদ-অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, মনিপুর, গোয়া, জম্মু, শ্রীনগর।

  • 11th april,Thursday- ঈদুল-ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার ব্যাঙ্ক ছুটি থাকবে অনেক জায়গায়।

Bank Holiday April:কোন রাজ্যগুলিতে এই সপ্তাহে মাত্র তিন দিন ব্যাঙ্ক খোলা থাকবে?

এই সপ্তাহে পড়ছে মাসের দ্বিতীয় শনিবারও। তাই সামগ্রিকভাবে ভারতের অনেক রাজ্যে এই সপ্তাহে মাত্র তিন দিন কাজ থাকবে। ঈদুল-ফিতর, গুড়ি পাদওয়া উৎসব, সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাত্র তিন দিন ব্যাঙ্ক খোলা থাকবে এই রাজ্যগুলিতে। তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, হায়দ্রাবাদ-অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, মনিপুর, গোয়া, জম্মু, শ্রীনগর।

Bank Holiday April:7th April থেকে 28th April পর্যন্ত ব্যাংকের ছুটির তালিকা-

  • 7th April-Sunday: সাপ্তাহিক ছুটি
  • 9th April- গুড়ি পাদওয়া/ উগাদি উৎসব/ তেলেগু নববর্ষ
  • 11th April -ঈদুল-ফিতরের ছুটি
  • 13th April-মাসের দ্বিতীয় শনিবার ছুটির দিন
  • 15th April – বোহাগ বিহুর জন্য অসম এবং হিমাচল দিবস উপলক্ষ্যে হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • 16th April- রামনবমীর জন্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ
  • 20th April- গরিয়া পুজোর জন্য ত্রিপুরায় ছুটি
  • 21st April- সাপ্তাহিক ছুটি
  • 27th April- মাসের চতুর্থ শনিবার, সাপ্তাহিক ছুটি
  • 28th April- রবিবার, সাপ্তাহিক ছুটি

Viral Hunt Desk

ভাইরাল হান্ট এর এই প্রোফাইল থেকে অভিজ্ঞ লেখক-লেখিকা এবং এডিটরদের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button