News

Weather Update: আসবে কালবৈশাখী, ঝেঁপে নামবে বৃষ্টি! আবহাওয়ার যা যা আপডেট দিল হাওয়া অফিস

Google News

Weather Update: কালো মেঘে ছেয়ে আকাশ! বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি গাঙ্গেয় বঙ্গের সব জেলায়

চৈত্রের শুরুতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে রাজ্যে। কিন্তু এর মাঝেও পিছু ছাড়ছে না বৃষ্টি। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।গতকাল অর্থাৎ শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল দক্ষিণবঙ্গের বহু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টির কারণে তাপমাত্রার তেমন হেরফের দেখা যাবে না।

আজ ১৭ই মার্চ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি নীচে। অন্যদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে সঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। আজ গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। ইতিমধ্যে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ Join
টেলিগ্রাম গ্রুপ Join

শুধু তাই নয় আজ শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ই মার্চ সোমবার থেকে ২০ মার্চ বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কম হলেও ১৯ মার্চ মঙ্গলবার থেকে আবার বাড়বে বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সঙ্গে ভিজবে তিলোত্তমাও।

Tithi Adak

Tithi Adak: বিগত প্রায় তিন বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। এন্টারটেইনমেন্ট, ভাইরাল ভিডিও, লাইফ স্টাইল এবং যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী। রয়েছে এডিটোরিয়াল এবং টিম ম্যানেজমেন্ট এর অভিজ্ঞতাও।

আপনার জন্য:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
ঘুরে আসুন দার্জিলিংয়ের এই গ্রামে খরচ মাত্র ২০০ টাকা, ঘুরে আসতে পারবেন স্বর্গীয় সিকিম! Holi Unknown Facts: ভারতের এই জায়গার মানুষ হোলি খেলেন না! কেন জানেন? Malpua: মালপুয়া, কীভাবে খাওয়া শুরু হয়? Food SI: রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর পদে কীভাবে প্রমোশন হয়? আখের রস কি ডায়াবেটিস নিরাময় করে?